,

আজমিরীগঞ্জে রাতের আধারে বালু উত্তোলন ॥ জরিমানা

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে রাতের আধারে কালনী নদীর তলদেশ কেটে বালু উত্তোলন করে জমি ভরাট করার দায়ে মাষ্টর মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে নগদ অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১১ টায় আজমিরীগঞ্জ-কাকাইলছেও সড়কের রনিয়ায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম। অর্থদন্ড প্রাপ্ত মাষ্টর মিয়া সদর ইউনিয়নের রনিয়া গ্রামের মৃত সাবাজ মিয়ার পুত্র।
জানা যায়, রাস্তার কাজে বালুর উৎস হিসেবে নদীতে ড্রেজিং এর অনুমোদন দেয়া হলে। এই সুযোগকে কাজে লাগিয়ে বালুখেকোরা রাস্তায় বালু ফেলার পাশাপাশি বিভিন্ন ফসলি জমি ও গর্ত ভরাট করে নেয়। মঙ্গলবার রাতে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি শফিকুল ইসলাম রাত ১১ টায় অভিযান চালিয়ে প্রায় ৮০ শতকের একটি গর্ত ভরাট করার সময় মাষ্টার মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অর্থদন্ড প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার ভুমি শফিকুল ইসলাম জানান, সরকারি জরুরি মেরামত ছাড়া কোন বালু উত্তোলন করার অনুমতি দেয়া হয়নি। যারা এসব করবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।


     এই বিভাগের আরো খবর