,

বুদ্ধিজীবীদের স্মরণে ছাত্র ইউনিয়নের চিত্র প্রদর্শনী ও আলোর মিছিল

প্রেস বিজ্ঞপ্তি : শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ গতকাল বুধবার সারাদিনব্যাপি চিত্র প্রদর্শনী ও উন্মুক্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের ঋণ কখনোই শেষ হবার নয়। পাকিস্তানি হানাদার বাহিনী দেশকে মেধাশূন্য করার জন্য দেশের সূর্যসন্তান বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করেছিলো। বর্তমানেও স্বাধীনতার অপশক্তিরা মুক্তচিন্তার মানুষদের হত্যা করছে। কিন্তু এর কোনো বিচার হচ্ছে না। বর্তমান শাষকগোষ্ঠী ভিন্নমতের লেখক, কার্টুনিস্ট, সাংবাদিকদের ধরে নিয়ে তাদের অত্যাচার নির্যাতন করছে ডিজিটাল নিরাপত্তা আইন দ্বারা। এই জাতীকে মেধা শূন্য করার চক্রান্ত এখনো চলছে। ছাত্র ইউনিয়ন এর তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গিকার করছে। পরবর্তীতে সন্ধ্যা ৬.০০ ঘটিকায় বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, হবিগঞ্জ পর্যন্ত আলোর মিছিল করে। মিছিল শেষে হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোক প্রজ্জ্বলন করে।


     এই বিভাগের আরো খবর