,

সবুজবাগে বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন :: শহরে ২০ ঘন্টা ডিস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের অধিকাংশ এলাকা ছিলো ২০ ঘন্টা ডিস ও ইন্টারনেট সংযোগ বিহীন। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পাশাপাশি অনেক এলাকায় ছিলো না বিদ্যুতও। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহরের সুবজবাগ এলাকায় ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ইন্টারনেট ও ডিস মালিকদের অভিযোগ পিডিবির শ্রমিকরা ওই এলাকায় তাদের বেশ কিছু তার কেটে ফেলার কারণে শহরে এ সমস্যা দেখা দেয়। এতে তাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। গতকাল শনিবার বিভিন্ন পয়েন্টে সারাদিন কাজ করে কোনো কোনো এলাকায় ইন্টারনেটের সংযোগ দেয়া হলেও ডিসের সংযোগ দেয়া যায়নি।
জানা যায়, তিনকোনা পুকুরপাড় এলাকা থেকে পোদ্দার বাড়ি পর্যন্ত বিভিন্ন আবাসিক এলাকায় এ সমস্যা দেখা দেয়। তবে টাউন হল থেকে চৌধুরী বাজার পর্যন্ত সংযোগ স্বাভাবিক ছিলো। রাত ৮টায় এ রিপোর্ট লেখাকালে সবুজবাগ, তিনকোনা পুকুরপাড়, টাউনহল, সিনেমা হল, স্টাফ কোয়ার্টারে ইন্টারনেটের শ্রমিকদের কাজ করতে দেখা যায়। তবে রাতের দিকে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়।


     এই বিভাগের আরো খবর