,

নবীগঞ্জে ব্যক্তি মালিকানা গাছ কর্তন করলেন প্রভাবশালী আঃ হাই

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামে নিরীহ অজদ মিয়ার মালিকানা ভুমিতে ফলানো বিভিন্ন জাতের মুল্যমান গাছ প্রভাবশালী আব্দুল হাই গংরা জোর পুর্বক কর্তন করে নিয়ে যাওয়ার পথে আটক করে পুলিশ। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বারের জিম্মায় কাটা গাছ গুলো রাখা হয়েছে।
সুত্রে জানাযায়, উপজেলার রিফাতপুর গ্রামের মৃত সরফরাজ চৌধুরীর বাড়ি রকম ৫ শতক ভুমি জোর পুর্বক দখল করে নেয় একই গ্রামের মৃত হিরা মিয়ার ছেলে প্রভাবশালী আঃ হাই। এ ব্যাপারে মৃত সরফরাজ চৌধুরীর স্ত্রী তহুরা বিবি বাদী হয়ে সহকারী জজ আদালত নবীগঞ্জ, হবিগঞ্জে স্বত্ব মামলা নং ৩/২০১৮ইং দায়ের করেন। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তহুরা বিবির পক্ষে ডিগ্রী প্রদান করেন। ফলে বিবাদী আঃ হাই উচ্চ আদালত (মহামান্য হাইকোর্টে) আপিল করেন। ইতিপুর্বে তহুরা বিবি মারা গেলে মামলা পরিচালনা করেন তাহার ছেলে অজুদ মিয়া। মহামান্য হাইকোর্ট সকল কাগজ পর্যালোচনায় নিন্ম আদালতের রায় বহাল রাখেন। পরবর্তীতে অজুদ মিয়া বিজ্ঞ আদালতে উচ্ছেদ মোকদ্দমা দায়ের করলে আদালত একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রদানে জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে পত্র প্রেরণ করেন। আগামী ১০ জানুয়ারী ২০২৩ইং ধার্য্য তারিখ রয়েছে। এই খবর পেয়ে সুচতুর আব্দুল হাই রবিবার (২৫ ডিসেম্বর) সকালে জোর পুর্বক উল্লেখিত ভুমির উপর অজুদ মিয়ার রোপনকৃত মুল্যমান বিভিন্ন জাতের গাছ লোক নিয়ে কেটে পেলেন। এতে বাধা দিলে প্রভাবশালী আঃ হাই, মোশাহিদ ও মাহিদ মিয়া গংরা অজুদ মিয়াকে অশ্লীল ভাষায় গালমন্দ করে প্রাণনাশের হুমকী প্রদান করে। এ ব্যাপারে অজুদ মিয়া নবীগঞ্জ থানা পুলিশের আশ্রয় নিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে কাটা গাছ গুলো জব্দ করে স্থানীয় মেম্বার নুরুল হকের জিম্মায় দিয়ে আসেন। এদিকে বিজ্ঞ আদালতের রায়ের পরে আঃ হাই কর্তৃক গাছ কর্তনের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর