,

বাহুবলে সানশাইন মডেল হাইস্কুলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবল উপজেলার মিরপুর বাজারে প্রতিষ্ঠিত সানশাইন মডেল হাইস্কুলে এসএসসি পরীক্ষা-২০২২-এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পরীক্ষা-২০২২-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় পবিত্র কোরআন তেলায়তের মধ্য দিয়ে স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক রনধির চক্রবর্তীর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক এম সামছু উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুর চাঁন বিবি মহিলা কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, অত্র প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক আলহাজ্ব আকাদ্দুস মিয়া বালু, ৫ গ্রাম নেতা ফয়সাল আহমেদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শামিমুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। মিরপুর সানশাইন মডেল হাইস্কুল থেকে ২০২২ এর এসএসসি পরীক্ষায় ৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন শতভাগ পাশ করেন। এর মধ্যে ২০জন পরীক্ষার্থী সাফল্যের সাথে জিপিএ-৫ লাভ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্যকালে স্কুল ও শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


     এই বিভাগের আরো খবর