,

হবিগঞ্জে পর্চার নামে প্রতারণা দুই ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র পর্চার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। আর এদের সাথে জড়িত রয়েছে অসাধু কর্মচারী ও আইনজীবি সহকারিরা। পাশাপাশি দোকানদাররাও আবেদনের নামে অতিরিক্ত দাম আদায় করছে। বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান এলিসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ওই কার্যালয়ের দুইটি ক্যান্টিনের দোকানদারকে এসএ পর্চার ফরম অনলাইনে আবেদনের নির্ধারিত ফি ৭০ টাকার স্থলে ৯০ টাকা করে নেয়ার অভিযোগে প্রত্যেকটিকে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর মডেল থানার এএসআই সোহেল দেবসহ একদল পুলিশ। এ ছাড়াও ছিলেন পেশকার আজগর আলী। ম্যাজিস্ট্রেট বলেন, দীর্ঘদিন ধরে কতিপয় অসাধু আইনজীবি সহকারিরা গ্রামগঞ্জ থেকে আসা সহজ-সরল মানুষের সাথে পর্চা দেয়ার নামে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণা করে। তাদেরকে ধরতেও অভিযান করা হয়েছিল। কিন্তু তারা সটকে পড়ে। অভিযান নিয়মিত চলবে।

 


     এই বিভাগের আরো খবর