,

হাসপাতালে আশ্রয় নিয়েছেন শতবর্ষী মা :: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জুয়েল চৌধুরী : শতবর্ষী গর্ভধারিনী মা হবিগঞ্জ সদর হাসপাতালে আশ্রয় নিয়েছেন। গত ৩ দিন ধরে তিনি না খেয়ে ২৫০ শয্যা হাসপাতালের নিচে বারান্দায় পড়ে আছেন। কনকনে শীতে তার পরনে একটি কাপড় ছাড়া অন্যকিছু ছিলো না। কেউ একজন তাকে একটি কম্বল দিয়ে যান। এই কম্বল নিয়েই তিনি পড়ে আছেন। হাসপাতাল থেকে খাওয়া তো দূরের কথা তাকে ভর্তি পর্যন্ত করা হচ্ছে না। তার পাশে থাকা বেশ কয়েকজন বলেন, এক ফোটা দুধের দাম, কাটিয়া শরীরের চাম, তবুও মায়ের ঋণ শোধ করা যায় না। যে মাসে ১০ মাস ১০ দিন গর্ভে ধারন করে পুত্রসন্তান জন্ম দিয়েছেন সেই পুত্রই নাকি তার খবর নেয় না। গতকাল মঙ্গলবার রাত ৮টায় এ প্রতিনিধি সরেজমিনে মহিলার কাছে গেলে তিনি শীতে কাপতে কাপতে আক্ষেপ করে বলেন, তার নাম আঙ্গুরা খাতুন, বয়স প্রায় ১০৫। স্বামী মরহুম জিতু মিয়া। গ্রাম শায়েস্তানগর। পুত্রের নাম ফরিদ মিয়া। তিনি ৩ দিন ধরে এখানে পড়ে আছেন। কেউ দেখতে আসেনি। হাসপাতাল তাকে ভর্তিও করে না। তিনি না খেয়ে আছেন। তিনি প্রশাসনসহ বিত্তশালীদের এ প্রতিনিধির মাধ্যমে সহযোগিতা কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর