,

নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন মিয়া, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য হাসিনা আক্তার (বিনা প্রতিদ্বন্দ্বিতা) প্যানেল চেয়ারম্যান-২ ও প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হয়েছেন (বিনাপ্রতিদ্বন্ধিতা) সংরক্ষিত ১,২, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফাতেমা আক্তার। গতকাল রবিবার সকালে উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সার্বিক পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ সিদ্দিক আলী ও প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুল আহাদ। নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন গোপলার বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ শামছ উদ্দিন, নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি এন জে এফ) এর সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ সুমন মিয়াসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্যানেল চেয়ারম্যান-১ এর ফলাফল ঘোষণা করেন দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার নাদিম সুমন তিনি জানান, নির্বাচনে দেবপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যবৃন্দ ব্যালটের মাধ্যমে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের ভোটারেরা তাদের পচন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি আরও বলেন, ৩ সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে ১৩ ভোটের মধ্যে মোঃ হারুন মিয়া (মোটরসাইকেল) প্রতীক ৯ ভোট পেয়ে ১ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বশির আহমেদ (মোমবাতি) প্রতীকে ৪ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসিনা আক্তার প্যানেল চেয়ারম্যান-২ এবং ফাতেমা আক্তার প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হন। তিনি নির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর