,

নবীগঞ্জের সাবেক মেম্বার ও শাহ্ নুরের কুলখানি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফকির শাহ্ নূর রহমান, যিনি সারাটি জীবন আধ্যাত্মিক চেতনায় উদ্ভাসিত হয়ে কাটিয়েছেন এবং শরীয়তপুর জেলার ঐতিহাসিক পাক দরবার শরীফ শাহ সুরেশ্বরীর ভক্ত হয়ে আধ্যাত্মিক, তাসাউফ, আত্মশুদ্ধির চেতনায় মগ্ন ছিলেন, সুরেশ্বরী দরবার শরীফের অন্যতম পীর সৈয়দ তৌহিদুল হোসাইন (শাহী নূরীর) অন্যতম খলিফা ছিলেন। যে মানুষটি মুর্শিদি গান গাওয়া অবস্থায় গত ৩০ নভেম্বর ২০২২ইং নিজ গৃহে ৫০ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি এলাকার সবার প্রিয়মুখ ও সাবেক ইউপি সদস্য ছিলেন। যার বাবা প্রয়াত শাহ্ সুন্দর আলী তিনিও ছিলেন কালিয়ারভাঙ্গা ইউনিয়নের সাবেক একজন ইউপি চেয়ারম্যান। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খলিলপুর গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। জীবদ্দশায় তিনি নিঃ সন্তান হিসেবে মারা যান, তবে একমাত্র বোন আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এ বিষয়ে মরহুমের ছোট বোন শাহ্ আফিয়া খাতুন বলেন আমার ভাই সারাটি জীবন মানুষের সেবা করে গেছেন, তিনি নিঃসন্দেহে একজন অলি আউলিয়ার অন্ধভক্ত মানুষ ছিলেন, আমরা তাঁর স্মৃতি ধরে রাখতে যাহা প্রয়োজন এলাকার মানুষকে সাথে নিয়ে তা করবো, ইনশাআল্লাহ এ ব্যাপারে গ্রামের বিশিষ্ট মুরব্বি তাজুদ আলী, পরবেশ আলী, জাহির উদ্দীন ও চাচাতো ভাই আশিকুর রহমান বলেন, তিনি খুবই মহৎ কর্মের অধিকারী ও অলি আউলিয়ার ভক্ত অনুসারী ছিলেন। পল্লীবাংলা লোকসংগীত একাডেমীর সভাপতি বিশিষ্ট কবি ও গীতিকার অধম গোপাল রায় বলেন, সদ্য প্রয়াত শাহ্ নূর রহমান মেম্বার তিনি উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।
তিনি যখন মারা যান তখন তিনি মুর্শিদি গান গাওয়া অবস্থায় দিবালোকে ইন্তেকাল করেন। তিনি তার মহত কর্মে চিরকাল ভক্ত অনুসারীদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। তার জীবনের শেষ ইচ্ছে অনুযায়ী ইন্তেকালের পর নিজ বাড়িতেই সমাহিত করার অঙ্গীকার করে যান তিনি। তাঁকে যখন তাঁর কথামতো নিজ বাড়িতে সমাহিত করতে চান তখন একটি মহলের লোকজন ধর্মের দোহাই দিয়ে বাধা বিপত্তি করেন, অবশেষে তিনির ছোট বোন আইনের দ্বারস্থ হয়ে নবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় ও বিশিষ্ট ব্যক্তিবর্গের আপ্রাণ প্রচেষ্টায় নিজ বাড়িতেই তাঁকে শেষ ইচ্ছে অনুযায়ী দাফন করা হয়। এছাড়াও মরহুমের শেষ ইচ্ছে অনুযায়ী মাজার উন্নয়ন কাজে যাহাতে কোনো বাধা বিপত্তি না হয় এবং এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন মরহুমের পরিবার ও ভক্ত আশেকানবৃন্দ গত ৭ জানুয়ারী শনিবার মরহুমের কুলখানি, দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, এতে এলাকার মুসল্লী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর