,

নবীগঞ্জের আলমপুরে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার L নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর পূর্ব মাঠে সুপ্রাচীনখালের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়-দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এই ঘোড়া দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে এলাকায় দেখা যায় ভিন্ন রকমের উৎসবের আমেজ। পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের ন্যায় ১৫ জানুয়ারি গতকাল রবিবার উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড আলমপুর পূর্ব মাঠে বিকাল ৩টায় ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়। এ ঘোড় দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার ঘোড়া অংশগ্রহণ করে। তিন দৌড়ে এ প্রতিযোগিতা সমাপ্ত হয়। এতে ১ম স্থান অধিকার করে জয় বাংলা আলমপুর, ২য় নিউ সোনার তরী মিনাজপুর, ৩য় নিকচন চৈতন্যপুর, ৪র্থ সোনার ময়না নাসিরনগর, ৫ম মায়ের আদেশ চৈতন্যপুর।
আয়োজক কমিটির সভাপতি আউশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মছদ্দর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক অসিত সূত্রধরের উপস্থাপনায় অনুষ্ঠিত এ ঘৌড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলমপুর গ্রামের সকল যুবসমাজকে নিয়ে পুরষ্কার বিতরন ও উক্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউ/পি সদস্য সাইদুর রহমান, আমির হোসেন, দিলসাদ মিয়া, শাহেল আহমেদ, হামিদ নিক্সন, আব্দুল খালিক ও সাবেক মেম্বার শমসু মিয়া প্রমুখ।


     এই বিভাগের আরো খবর