,

নবীগঞ্জে মাধ্যমিক শিক্ষকদের ৫ দিন ব্যাপি প্রশিক্ষন সম্পন্ন

জাবেদ তালুকদার : নবীগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ৩৭টি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের ৫ দিন ব্যাপি প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায়, জেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় ও ডিসমিনিশন অফ নিউ কারিকুলামের আওতায় উক্ত প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকদের ৯টি বিষয়ের উপর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেক হোসেনের পরিচালনা ও একাডেমিক সুপার ভাইজার শাহানাজ ইসলামের সমন্বয়ে নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ে গত ৬, ৭, ১৩ ১৪ ও ১৫ জানুয়ারি এ প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে ৯টি বিষয়ের উপড় ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪ শত ২০ জন শিক্ষককে প্রশিক্ষন দেয়া হয়। প্রতি বিষয়ে ৩ জন করে মোট ২৭ জন ট্রেইনার প্রশিক্ষন প্রদান করেন। গতকাল রবিবার জেলা শিক্ষা অফিসার রুহুল্লাহ মানিক এ প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন করেছেন।


     এই বিভাগের আরো খবর