,

চুনারুঘাটের মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : দ্বিতীয় ধাপে সারাদেশে নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। এর অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ১০টায় চুনারুঘাট পৌরসভার নয়ানী গ্রামে মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষে মসজিদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাদেকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমীন পাপ্পা, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ, সাবেক উপজেলা চেয়াম্যান আবু তাহের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট পৌরসভার মেয়র মোহাম্মদ সাইফুল আলম রুবেল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার আলী, রাণীগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ। সূত্র জানায়, চুনারুঘাট পৌরসভার নয়ানী গ্রামে নির্মিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে (বি-ক্যাটাগরি) ৪০ শতাংশ জমির ওপর নির্মিত। ৩ তলাবিশিষ্ট মসজিদটির নিচের ফোরের আয়তন ১১ হাজার ৫০০ বর্গফুট, দ্বিতীয় ও তৃতীয় ফোরের আয়তন ৮০০ বর্গফুট। দৃষ্টিনন্দন ভবনের মোট আয়তন ২৭ হাজার ১০০ বর্গফুট। মসজিদটিতে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন ৮৫০ জন পুরুষ ও ৩০০ জন নারী মুসল্লি। বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৮ কোটি ৪২ লাখ টাকা।


     এই বিভাগের আরো খবর