,

এড়ালিয়া-নাজিরপুরের খাল ভরাট করায় ১০ গ্রামবাসীর দূর্ভোগ

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া-নাজিরপুরের খাল ভরাট করায় চরম ভোগান্তিতে পড়েছেন ১০ গ্রামের হাজার হাজার মানুষ। বহুদিনের পুরোনো খালের দুই পাড় দিয়ে মানুষ ফসলি জমি কেটে বাড়ি নিয়ে আসতেন। এমনকি বর্ষার সময় নৌকা চলাচল করতো। পাশাপাশি গবাদি পশু ওই খাল থেকে খাবার আহরণ করতো। কিন্তু প্রভাবশালীরা খাল ভরাট করে গাছপালা ও বাড়ি ঘর নির্মাণ করায় খালে পানি নেই।
স্থানীয়রা জানান, নর্দার বাড়ির পুলের নিচ থেকে নাজিরপুর পর্যন্ত খাল ভরাট করে বাড়ি ঘর ও গাছপালা রোপন করা খালটি অস্তিত্ব হারিয়েছে। এতে করে নাজিরপুর-বারাপইত, এড়ালিয়াসহ ১০ গ্রামের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এখন পানি না থাকায় তা ব্যবহার করা যাচ্ছে না। বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেও এর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। তাই তারা প্রশাসনের নিকট ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


     এই বিভাগের আরো খবর