,

নবীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানের নিমন্ত্রণে কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠানের নিমন্ত্রণে কেয়া চৌধুরী। তিথি মতে ছলছে সনাতনী ধর্মের কীর্তন আয়োজন। এ সব অনুষ্ঠানে নবীগঞ্জের বিভিন্ন মন্দির হতে সাবেক সংরক্ষিত আসনের মহিলা এমপি এ্যাড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে নিমন্ত্রণ করলে তিনি সেখানে অংশগ্রহণ করে সবার সাথে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন। গত শনিবার ২১ জানুয়ারী নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ্চিম তিমিরপুর গ্রামের কালাচাঁন গাছতলায় বার্ষিক কীর্তন উৎসব ও নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের খেলি কানাইপুর গ্রামের রাধা মাধবজিউর আখড়ায় কীর্তন অনুষ্ঠানে কেয়া চৌধুরী অংশ নিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অত্যান্ত আন্তরিকতায় তাকে স্বাগত জানান। বিশেষ করে নারী সমাজের মাঝে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করার মতো, অনেক নারী কেয়া চৌধুরীকে আলিঙ্গন করে তাদের ঘরে নিয়ে যান, মুখে তুলে দেন পানের খিলি, কেয়া চৌধুরী সানন্দে তা গ্রহণ করেন। তিনি সকল ধর্মের মানুষের জন্য শান্তি কামনা করেন। তার শুভেচ্ছা বক্তব্যে তিনি আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থাকতে উপস্থিত সকল ভক্ত বৃন্দকে অনুরোধ করেন। সাবেক এমপি কেয়া চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন সাবেক নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মৃনাল কান্তি রায় মিনু, কমরেড মাসুদ, শিক্ষক মুস্তাফিজুর রহমান, নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাহেব আলী, সাধারণ সণপাদক বাবু বিধু গোপ, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ জাহির আলী, কৃষক লীগ নেতা সাজিদ মিয়া ও নিতেশ চন্দ্র দাশ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর