,

হবিগঞ্জে বিশ্ব কুষ্ট দিবসের র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : “এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়। গতকাল রবিবার (২৯ জানুয়ারি) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শহরে র‌্যালি শেষে সদর হাসপাতালের সম্মেলনে কক্ষলাচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ দিব্যেন্দু রায় রাজিব, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ কলিম উল্লাহ শিকদার, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা, নেপ্রা বাংলাদেশের এরিয়া সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী মোঃ আতিকুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার উৎপল ডিওসহ সরকারী বেসরকারী বিভিন্ন কর্মকর্তাগণ।
এসময় বক্তাগণ বলেন, কুষ্ঠ রোগ কোন অভিশাপ নয়, কুষ্ঠ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়া ২০২২ সালে হবিগঞ্জ জেলার বিভিন্ন চা বাগানে কুষ্ঠ সম্পর্কে বিশেষ ক্যাম্পেইন করা হয়। এই সব ক্যাম্পেইনের কারণে সনাক্তকরণের হার বৃদ্ধি পেয়েছে এবং সাধরণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হয়েছে।


     এই বিভাগের আরো খবর