,

শহরের ২নং পুলে ট্র্যাভেলসগুলোতে জালিয়াতির অভিযোগ

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় ব্যাঙের ছাতার ন্যায় গজিয়ে উঠেছে নামে বেনামে অসংখ্য ট্যালেভস। আর এসব ট্র্যাভেলসে জাল পুলিশ ক্লিয়ারেন্স, সার্টিফিকের্ট, জন্ম নিববন্ধন, স্কুল-কলেজের সার্টিফিকের্টসহ পাসপোর্টে ব্যবহৃত কাগজপত্র সরবরাহ করা হয়। বিনিময়ে পাসপোর্ট করতে আসা সহজ সরল মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় তারা।
অভিযোগ রয়েছে এদের সহযোগিতা করছে পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মচারিরা। যার ফলে তাদের দমন করা যায় না। কয়েক বছর আগে জেলা গোয়েন্দা পুলিশ এসব ট্যাভেলসে অভিযান চালিয়ে বিভিন্ন কর্মকর্তাদের নামে ভুয়া সিল, জন্মনিবন্ধন, পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে ৪ জনকে কারাগারে প্রেরণ করে। কিন্তু কিছুদিন হাজত বাস করার পর জামিনে বেরিয়ে এসে পুনরায় তারা এসব চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, গ্রামগঞ্জ থেকে আসা সহজ-সরল নারীদের ভালো চাকরির প্রলোভন দিয়ে পাচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
এমনকি বেশ কয়েকজন ট্র্যাভেলস মালিকের বিরুদ্ধে মানবপাচারের মামলাও রয়েছে। কিন্তু তারপরও তারা বীরদর্পে এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর