,

শহরে খোয়াই নদীর বিভিন্ন এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন :: হুমকির মুখে ব্রিজ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী খোয়াই নদীর বিভিন্ন অংশ থেকে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে শহরবাসী। যে কোনো সময় ব্রিজ ভেঙ্গে হবিগঞ্জ-নবীগঞ্জ, পইলসহ বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। যদিও ব্রিজের আশেপাশে থেকে বালু উত্তোলন নিষেধ করা হয়েছে। কিন্তু এ আদেশ উপেক্ষা করে প্রভাবশালী চক্র ড্রেজার মেশিন ও এক্সেভেটরসহ বিভিন্ন মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করছে। আর এসব বালু স্তুপ করে রেখে ট্রাক্টর, লরি দিয়ে বিভিন্ন স্থানে পাচার করার কারণে রাস্তাঘাট ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। পাশাপাশি পরিবেশ নষ্ট হচ্ছে।
জানা যায়, শহরের খোয়াই নদীর মাছুলিয়া ব্রিজের পাশ, তেঘরিয়া খোয়াই নদীর বাঁধ থেকে পোদ্দার বাড়ি রিভারভিউ খান ম্যানসনের পেছনসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। যার ফলে যে কোনো সময় মাছুলিয়া ব্রিজটি ধ্বসে পড়ে পইলসহ ৮ গ্রামের হাজার হাজার মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর