,

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা পিযুশ কান্তি চৌধুরী ব্রম্মচারীর পরলোক গমন :: বিভিন্ন মহলের শোক

উত্তম কুমার পাল হিমেল : নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রাম গোবিন্দ জিউড় আখড়ার সেবায়েত বীর মুক্তিযোদ্ধা পিযুশ কান্তি চৌধুরী ব্রম্মচারী (৭৫) আর নেই। তিনি গত ৩ ফেব্রুয়ারী গত শুক্রবার দিবাগত রাত ১২.৪৫ মিনিটির সময় দত্তগ্রাম আখড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেন। গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্টীয় মর্যাদা গার্ড অব অর্নার প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম মুজিবুর রহমান সেফু, যুবরাজ কর, সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন, শিক্ষক রথীন্দ্র চন্দ্র দাশসহ আখড়া কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত উনার শিষ্যবৃন্দ। দত্তগ্রাম আখড়ার সেবায়েত বীর মুক্তিযোদ্ধা পিযুশ কান্তি চৌধুরী ব্রম্মচারীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা চির কুমার পিযুশ কান্তি চৌধুরী ব্রম্মচারী সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার হবিবপুর গ্রামের বাসিন্ধা। তিনি দীর্ঘদিন যাবত নবীগঞ্জ উপজেলার দত্তগ্রাম আখড়ায় সেবায়েত হিসাবে দায়িত্ব পালন করছিলেন।


     এই বিভাগের আরো খবর