,

পদ্মা সেতুতে ২২০ দিনে টোল আদায় ৪৭১ কোটি টাকা

সময় ডেস্ক : পদ্মা সেতুতে এ পর্যন্ত ৪৭১ কোটি টাকার ওপরে টোল আদায় হয়েছে। গত ২৬ জুন হতে এ বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ২২০ দিনে এ টোল আদায় হয়েছে। এ সময় যানবাহন পারপার হয়েছে ৩২ লাখ ৪৭ হাজার ৭৭৯টি। দৈনিক টোল আদায় হয়েছে ২ কোটি ১৪ লাখ ১৯ হাজার ০৯৯.২৩ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েব পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন। ২৬ জুন থেকে সেতুতে আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরুর মাধ্যমে টোল আদায় চালু হয়। গত ৩১ জানুয়ারি পর্যন্ত ২২০ দিনে সেতুতে মোট টোল আদায় হয়েছে ৪৭১ কোটি ২২ লাখ ১ হাজার ১৭০ টাকা। জুলাই মাসে এ সেতুতে প্রতিদিন গড় টোল আদায় হয়েছে ২ কোটি ৫৩ লাখ ২৬ হাজার ২০৬.৪৫ টাকা। আগস্ট মাসে কিছুটা কমে প্রতিদিন এ টোল আদায় হয় ১ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ৪৩২.২৬ টাকা।


     এই বিভাগের আরো খবর