,

শহরে পোল্ট্রি মোরগ ও ডিমের দাম বৃদ্ধি ॥ ক্রেতারা হতাশ

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ পোল্ট্রি মোরগ ও ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। এতে করে ক্রেতারা পড়েছে চরম বিপাকে। গত কয়েকদিনে দ্বিগুণ দাম রাখা হচ্ছে এসবের। ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেট করে এসব বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, সারাদেশেই বেড়েছে। গত দুইদিন আগে হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে পোল্টি মোরগ ৪/৫ দিন আগেও ছিলো ১৩০-১৪০ টাকা, কক মোরগ ২৪০ থেকে ২৫০, সোনালি ২২০-২৪০ টাকা, ডিম হালি ৪০ থেকে ৪২ টাকা। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত রাখা হয় কেজি ১৯০ থেকে ২১০ টাকা, কক ২৮০ থেকে ৩২০ টাকা, সোনালিরও একই অবস্থা। এ ছাড়া ডিম মোরগ ৫০ টাকা, হাঁসের ডিম ৭০ থেকে ৮০ টাকা রাখা হচ্ছে। দোকানগুলোতে মূল্য তালিকা না রেখে ইচ্ছামতো বাড়ানোর ফলে ক্রেতারা পড়েছেন বিপাকে। সরেজমিনে শায়েস্তানগর, চাষি বাজার, চৌধুরীবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দ্বিগুণ মূল্য রাখার সত্যতা পাওয়া গেছে। ক্রেতারা বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর