,

হবিগঞ্জ শিক্ষা-সংস্কৃতি উন্নয়ন পরিষদ মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শিক্ষা-সংস্কৃতি উন্নয়ন পরিষদ মেধাবৃত্তি পরীক্ষা-২০২২ এর বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ছাদিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইয়াসির খানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সেক্রটারি প্রদীপ দাশ সাগর ও দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ লুৎফুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই স্বাগত বক্তব্যে সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মো. ছাদিকুর রহমান সংস্থার লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মকান্ড তুলে ধরেন।
প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আতিকুল ইসলাম, সিপাহসালার সাইয়েদ নাসির উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক নাদির শাহ, হবিগঞ্জ স্টুডেন্ট কেয়ার কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হাসান, নবীগঞ্জ টাইম একাডেমির প্রধান শিক্ষক রুবেল মিয়া প্রমুখ। আগত অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মো. শামীম আহমদ, মো. কিবরিয়া, এডভোকেট আব্দুল আহাদ ও মোঃ জসিম উদ্দিন। উল্লেখ্য, গত ২৪ শে ডিসেম্বর জেলার পাঁচটি কেন্দ্রে বিভিন্ন কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, চতুর্থ ও ৫ম শ্রেণির সাড়ে ৬ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৩১ শে ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ৫৪ জন ট্যালেন্টপুল এবং ১১১ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তির জন্যে নির্বাচিত হয়। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের প্রত্যেককে ৫০০/- টাকা মূল্যের প্রাইজবণ্ড, সনদ ও ক্রেস্ট এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের প্রত্যেককে ৩০০/- টাকা মূল্যের প্রাইজবণ্ড, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রদত্ত সকল ক্রেস্ট নবীগঞ্জের জালালসাপ গ্রামের আমেরিকা প্রবাসী এড. মোশাররফ হোসেনের আর্থিক অনুদানে দেওয়া হয়েছে। আজ অত্যন্ত আনন্দঘন পরিবেশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হলো।


     এই বিভাগের আরো খবর