,

ধুলিয়াখালে ওমেগা ফিডস কোম্পানীতে ডাকাতি :: ট্রান্সফরমার লুট

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে ওমেগা ফিডস কোম্পানী ডাকাতি সংঘটিত হয়েছে। ওই কোম্পানীর নাইটগার্ডকে কুপিয়ে আহত করে ২০ লক্ষ টাকা মূল্যের একটি ট্রান্সফরমার নিয়ে গেছে দুর্বৃত্তের দল। গুরুতর আহত অবস্থায় নাইটগার্ড আব্দুল খালেক (৫২) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ধুলিয়াখাল গ্রামের মৃত ইছহাক মিয়ার পুত্র। তবে বিজিবি অফিসের প্রায় ১ কিলোমিটারের মধ্যে এরকম একটি দুঃসাহসিক ঘটনায় আতংক দেখা দিয়েছে। খবর পেয়ে সদর থানার ওসি গোলাম মর্তুজা, ব্যাকস সভাপতি সামছুল হুদা ও কোম্পানীর অপারেশন ডাইরেক্টর মহিউদ্দিন সোহেলসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, দীর্ঘদিন করোনাকালীন সময়ে ওই কোম্পানী বন্ধ ছিলো। ইদানিং আবার চালু করা হয়। গত শনিবার গভীর রাতে ১০/১২ জনের একটি দুর্বৃত্তের দল ওই কোম্পানীতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় সে চিৎকার শুরু করলে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এক পর্যায়ে কোম্পানীতে রক্ষিত ২০ লক্ষ টাকা মূল্যের ট্রান্সফরমার খুলে নিয়ে যায় তারা। স্থানীয় লোকজন আহত কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।
ব্যবসায়ী নেতা সামছুল হুদা জানান, ওই কোম্পানী থেকে মাত্র ১ কিলোমিটার দূরত্বে বিজিবির ক্যাম্প। স্বল্প দুরত্বে এমন একটি ডাকাতির ঘটনায় আতংক দেখা দিয়েছে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


     এই বিভাগের আরো খবর