,

নবীগঞ্জে সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকুল চন্দের ১৩৫ তম জন্মোৎসব পালনে সভা

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম জন্মোৎসব পালন উপলক্ষ্যে গত রোববার সন্ধ্যায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সস্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ভুষন গোপ, তাপস বনিক, নিখল চন্দ্র সুত্রধর, রতিশ দাশ, রশময় শীল, নারায়ন সরকার, নিতেশ দাশ, পদীপ দাশ, শংকর শীল, গোপেন শীল, দিপন দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে আগামী ১১ ফেব্রুয়ারী শনিবার দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দের ১৩৫তম জন্মোৎসব নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় পালনে সকলের সহযোগীতা কামনা করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা, ১০টায় গরীব দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরন, ১২টায় চট্টগ্রামের লীলা কীর্তনীয়া মৃনাল কান্তি দাশের পরিবেশনায় ঠাকুরের ভাবাদর্শে লীলা কীর্তন, বিকাল ৪ টায় মানবকল্যানে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের বাণী, জীবন দর্শন ও আচার্য্যবাদ আলোচনা সভায় প্রধান আলোচক থাকবেন কুলাউড়ার ড. রজত কান্তি ভট্টাচার্য্য, সন্ধ্যা ৭.৩০ মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন চ্যানেল আই সেরাকণ্ঠ শিল্পী বন্যা তালুকদার। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকলের অংশগ্রহন ও সহযোগীতা কামনা করা হয়।


     এই বিভাগের আরো খবর