,

নিজামপুর থেকে গাড়িচোর চক্রের ২ সদস্য আটক :: পিকআপ উদ্ধার

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর থেকে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। তখন তাদের হেফাজত থেকে একটি চোরাই পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। এদিকে জগতপুর গ্রামের বাসিন্দা বর্তমানে ওই চক্রের মূলহোতা শহরের সুলতান মাহমুদপুর এলাকার ভাড়াটিয়া আবু মিয়ার পুত্র চোরা কাদির (৪০) পালিয়ে গেছে।
গতকাল রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম পুলিশ নিয়ে তাদের আটক করেন। আটকরা হল, শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের আবু মিয়া ওরফে আব্দুর রহিমের পুত্র সিএনজি চালক মশিউর রহমান (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামের অহিদ মিয়ার পুত্র সজিব মিয়া (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৯ লক্ষ টাকা মূল্যের একটি চোরাই পিকআপ ভ্যান জব্দ করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় গাড়ি চুরি করে নম্বর প্লেট পরিবর্তন করে বিক্রি করে। তাদের গডফাদার হলো, আব্দুল কাদির। তার নেতৃত্বেই তারা এসব অপকর্ম করে যাচ্ছে। জব্দকৃত গাড়িটি তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে চুরি করে। এরপর জগতপুরে কিছুদিন রেখে রাতের আধারে ঢাকা নিয়ে যাচ্ছিলো।
এসআই মমিন বাদি হয়ে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছেন। গতকাল রবিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মমিনুল ইসলাম জানান, আটকদের কাছ থেকে রহস্য উদঘাটনের জন্য তাদের রিমাণ্ড আবেদন করা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর