,

২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি নবীগঞ্জ পৌরসভাকর্তৃক ৫ম বারের মতো ‘গ্রন্থ মেলা-২০২৩’

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে নবীগঞ্জ পৌরসভার মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, ‘বই মেলা আমাদের ভাষার ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বই আমাদের পরম বন্ধু। একুশের চেতনাকে ধারণ করে বাংলা ভাষার অনুশীলন বাড়াতে হবে। তিনি বলেন, ভাষা একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করে। আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে বেশি বেশি করে বই পড়ার এবং বইমেলায় অংশগ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।’ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২৩’ সফল করতে মতবিনিময় সভায় গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি সভার শুরুতে উপস্থিত সকলকে তাদের মূল্যবান মতামত প্রদানের জন্য আহ্বান জানান। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২৩’ উদযাপন কমিটির আহ্বায়ক যুবরাজ গোপের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌর সভার নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম ও আনোয়ার হোসেন মিঠু, কবি ও সাহিত্যিক আফতাব আল মাহমুদ, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিন্দু সূত্রধর, শামসুল হক খেলা, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আশাহীদ আলী আশা, সাধারণ সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম, উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বণিক, পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, হিসাব রক্ষক জালাল আহমেদ, শিক্ষক আব্দুল ওয়াহিদ, জাহাঙ্গীর বকত চৌধুরী, রুবেল মিয়া, গোপাল রায়, কাজী এম হাসান আলী, কবি ও সাহিত্যিক মাওঃ আব্দুর রকিব হক্কানি, আনন্দ নিকেতনের সভাপতি দীপংকর ভট্টাচার্য দেবুল, সাংবাদিক তোফাজ্জল হোসেন, মোঃ আবু তালেব, সৈয়দ জাহির আলী, ইকবাল হোসেন তালুকদার, জসিম উদ্দিন, স্বপন রবি দাশ, সেলিম উদ্দিন, আল হেরা বইঘরের স্বত্বাধিকারী জাকির হোসেন নোমান, হোসাইন ওয়াহিদ শাহ, প্রসাদ রায়, সুমন মিয়া, হিরক রায়, নারায়ন চন্দ্র দাশ, ইকবাল হোসাইন, আসাদুর রহমান, জালাল আহমেদ, জয়নুল হক, জাবেদুর রহমান, এসডি হামিদুর, মকবুল হোসেন চৌধুরী প্রমূখ।
সভায় উপস্থিত সকলের পরামর্শে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে নবীগঞ্জ পৌর সভার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ৫ম বারের মতো ‘গ্রন্থ মেলা-২০২৩’ সফল ও সার্থক করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি সর্বসম্মতিক্রমে গঠন এবং সিদ্ধান্ত গৃহীত হয়। এ গ্রন্থ মেলার স্মারক গ্রন্থের নামকরণ করা হয়েছে ‘রক্তে রাঙা একুশ’ যার নামকরণ করেছেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।


     এই বিভাগের আরো খবর