,

অটোরিক্সা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তি : সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন করে ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধ করতে হবে। বুয়েট প্রস্তাবিত মডেলে আধুনিকায়নের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও রুট পারমিট সহ ১০ দফা দাবিতে বৃহষ্পতি বার সকাল ১১টায় স্থানীয় খোয়াই ব্রীজ পয়েন্টে অটোরিক্সা শ্রমিক মালিক সমাবেশ অনুষ্ঠিত হয়। রিক্সা- ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে, পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে, পলাশ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোঃ ধনু মিয়া, মোঃ রাহিমুল চৌধুরী, আবুল হাশেম, মোঃ আলমগীর মিয়া, মোঃ আব্দুস সাত্তার, মোঃ শামসু মিয়া, মোঃ সিজিল মিয়া, মোঃ আব্দুল জব্বার, মারফত আলী, আব্দুল আলী, মোঃ আলমগীর, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ বজলু মিয়া, স্বপন গোপ, মোঃ মহসিন আহমেদ, মোঃ আব্দুর রউফ, মোঃ টেনু মিয়া, মোঃ সজিব মিয়া, মোঃ ছালেক মিয়া, মোঃ সেলিম মিয়া, মোঃ সিরাজ আলী, মোঃ হেলাল খান, সামছুল হক, দুলাল মিয়া প্রমুখ। নেতৃবৃন্দ মানবিকদিক বিবেচনায় তাদের দাবীদাবা আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানান। সভাশেষে জেলা প্রসাশক ও পৌর মেয়র এর কাছে নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর