,

বাহুবলে বালু উত্তোলনের দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

বাহুবল প্রতিনিধি : বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্টেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বে পুটিজুরী ইউনিয়নের দি প্যালেস লাক্সারি রিসোর্টের পাশে কুমেদপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী শাহ আহমেদুর রহমান সুফি মিয়ার রাবার বাগানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কুমেদপুর গ্রামের সামছু মিয়ার ছেলে মোঃ আমিনুল ইসলাম জুমন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত কুমেদপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী শাহ্ আহমেদুর রহমান সুফি মিয়ার রাবার বাগানে বড় টিলা ভেঙে বিশাল গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একদল বালু খেকো। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্টেট মোঃ রুহুল আমিন অভিযান চালিয়ে আমিনুল ইসলাম জুমন মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্টেট মোঃ রুহুল আমিন।


     এই বিভাগের আরো খবর