,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

গত ১২ ফেব্রুয়ারী হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার ১ম পৃষ্ঠায় নবীগঞ্জের বহরমপুরে ভূমি খেকোদের কান্ড! সরকারী কোটি টাকা মূল্যের ভূমি জবর দখল করে বহাল তবিয়তে! এছাড়াও শ্নাশান ঘাটে লাশ দাহ্ করতে বাধা প্রদান সহ ভিন্ন ভিন্ন শিরোনামে বিভিন্ন গণ মাধ্যমে প্রকাশিত সংবাদ গুলো আমাদের দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদ গুলো অতিরঞ্জিত, মিথ্যা বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর সংবাদ বটে। তাই সঙ্গত কারনে এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সংশ্লিষ্ট সংবাদ কর্মীদের ভূল তথ্য দিয়ে এসব অপপ্রচার করা হয়েছে। আমরা গরীব অসহায় ও ভূমিহীন মানুষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল বটে। প্রকৃত পক্ষে আমাদের গ্রামের মৃত সত্য সূত্রধরের পুত্র স্বপন সূত্রধর তিনি নিজেই সরকারী খাস খতিয়ানের জায়গা জবর দখল করে ঘর নির্মাণ করে বসবাস করছেন, তার সঙ্গীয় অজয় সূত্রধর ও সে অবৈধ ফায়দা হাসিলে ও সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার উসকানি দিচ্ছেন। আমরা নীরিহ ও শান্তিপ্রিয় মানুষ। সনাতন ধর্মাবলম্বীয়দের লাশ দাহ্ করতে আমরক কখনোই বাধা প্রদান করি নাই। যাহা স্থানীয় হিন্দু পরিবার গুলো প্রমাণ করিবেন। উল্লেখিত ব্যক্তি অজয় ও স্বপন দীর্ঘদিন যাবত আমাদেরকে নানা ভাবে হয়রানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় উক্ত মিথ্যা বানোয়াট মিথ্যা বানোয়াট, কাল্পনিক ও সাজানো সংবাদ প্রকাশ করিয়েছেন। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। পরিশেষে আবারো প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

প্রতিবাদকারী
দুলাল মিয়া, মুকিত মিয়া, ইউনূস মিয়া, জামাল মিয়াসহ ভূমিহীন পরিবার গুলো।
সর্ব সাং বহরমপুর, ৪নং দীঘলবাক ইউপি, নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর