,

শহরে ঘণ্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুত অফিস আদালতে কাজে ব্যাঘাত

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ শহরে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত না থাকায় শহরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। কোনো ঘোষণা ছাড়াই বিদ্যুত চলে যাওয়ায় সরকারি-বেসরকারি অফিস-আদালতের কাজের ব্যাঘাত ঘটছে। পাশাপাশি শহরবাসী চরম ভোগান্তিতে পড়ছেন। অনেকেই বলছেন, কোন ঘোষণা ছাড়াই এমন করায় ইলেক্ট্রিক সামগ্রী নষ্ট হচ্ছে, পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়াশোনারও ক্ষতি হচ্ছে। গত কয়েকদিন ধরে শহরের শায়েস্তানগর, রাজনগর, মোহনপুর, সিনেমা হল, বেবিষ্ট্যান্ড, সার্কিট হাউজ রোডসহ বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘণ্টা বিদ্যুত থাকে না। যদি ঘোষণা দিয়ে বিদ্যুত নেয়া হতো তাহলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পেতেন। এ বিষয়ে উপ-সহকারি নির্বাহী প্রকৌশলী জানান, ত্রুটিপূর্ণ লাইনে মেরামত চলছে। এ কারণে বিদ্যুত নেয়া হচ্ছে।


     এই বিভাগের আরো খবর