,

খাগাউড়ায় সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার এসআই ফারুক

জুয়েল চৌধুরী : বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের দৌলতপুর ও তাজপুর গ্রামে সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন এসআই ফারুক হোসেন (৪০) সহ আরও কয়েকজন। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এমন হামলার ঘটনায় পুলিশ প্রশাসনে ক্ষোভ দেখা দিয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের একটি জলমহালে মেশিন দিয়ে সেচ করে মাছ ধরতে যায় তাহের মিয়া ও আব্দুল ওয়াদুদের লোকজন। এক পর্যায়ে উভয়পক্ষ মারমুখি রূপ নিলে খাগাউড়া ফাঁড়ির এসআই ফারুকসহ একদল পুলিশ ঘটনা¯’লে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল ওয়াদুদ ও তার ছেলে জাহেদ মিয়া এবং তাহির মিয়াসহ বেশ কয়েকজন লোক ফারুক ও পুলিশের ওপর হামলা চালিয়ে ফারুককে গুরুতর আহত করে। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসআই ফারুককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় আরও কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন কুমার চাকমাসহ বেশ কয়েকজন কর্মকর্তা হাসপাতালে গিয়ে আহত ফারুকের খবর নেন।
এ বিষয়ে ওসি অজয় চন্দ্র দেব জানান, এ ঘটনায় পুলিশ এসল্ট মামলার প্র¯’তি চলছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর