,

ঘাটিয়া বাজারে সিটঘরগুলোতে কাপড়ের অতিরিক্ত মূল্য আদায়

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারে সিটঘরগুলোতে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রায়ই ক্রেতাদের সাথে ব্যবসায়ীদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। অভিযোগ রয়েছে, অনেক সময় নারী ক্রেতাদের নাজেহালও করেন। ঐতিহ্যবাহী ঘাটিয়া বাজারে প্রায় অর্ধশতাধিক সিট ঘর রয়েছে। আর এসব ঘরে সিট কাপড়, থান কাপড়সহ বিভিন্ন কাপড় বিক্রি করা হয়। ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যে বিক্রি করছেন। কিন্তু গ্রামগঞ্জ থেকে সহজ সরল মানুষ এলে তারা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করছেন। যাচাই করে কোনো ক্রেতা জিজ্ঞাসা করলে তাদেরকে অপদস্ত করা হয়। কোনো কোনো ব্যবসায়ীরা বলেন, বুঝে পড়লে নেন না হলে চলে যান। আবার কাপড় যারা কিনে এনে অন্য দোকানে যাচাই করে তারা গিয়ে জিজ্ঞাস করলে বলা হয় আসেন কেন?
গত ২১ ফেব্রুয়ারি এক সরকারি চাকরিজীবী নারী ঘাটিয়াবাজারে দেশ ফেব্রিক্স দোকানে কাপড় ক্রয় করেন। কিন্তু অন্য দোকানে যাচাই করলে দেখা যায় তার কাছ থেকে গজ প্রতি ১ শ টাকা করে বেশি আদায় করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করলে বিক্রেতা ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে তার সাথে অশোভন আচরণ করেন। এরকম আরও দোকানদারদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ঘাটিয়াবাজার সিটগুলোতে মনিটরিংয়ের দাবি জানান।


     এই বিভাগের আরো খবর