,

নবীগঞ্জের ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয়ে তিনদিন বাপি বইমেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ হাইস্কুল ম্যানেজিং কমিটির উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে (তিনদান বাপি) বইমেলার উদ্বোধন করেছেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। গতকাল ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে হাই স্কুল প্রাঙ্গনে বইমেলা ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নোমান হোসেনে ও এস লিমন এবং শাহীনূর রহমান এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ার, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, প্রধান শিক্ষক বদরুল আলম, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আশাহীদ আলী আশা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজু, অভিভাবক সদস্য নূর আলী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা নিলুফা ইয়াসিন, দীঘলবাক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আলী হোসেন, মেম্বার মতছির হোসেন।
এতে সার্বিক সহযোগিতা করেন স্কুলের শিক্ষক সুমন দাশ, মাহবুব আলম, রাজিব দাশ, হীরা সরকার, এমদাদুল হক, মোহাম্মদ আলী জিন্নাহ, বিশ্বজিৎ দাশ, নারায়ণ, ডাক্তার চন্দন রায়, হারু কবি, গোলাম কিবরিয়া, আনহার, যুবলীগ নেতা সাজ্জাদ রহমান গোলবার বেগম প্রমুখ।


     এই বিভাগের আরো খবর