,

বাহুবলে পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে প্রশাসন

বাহুবল প্রতিনিধি : বাহুবলে পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ‘রেইট চার্ট’ হালনাগাদ করার জন্য অনুরোধ জানানো হয়। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অচিরেই কঠোর ব্যবস্থা গ্রহণের হুসিয়ারী প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত আলী, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, ইউপি চেয়ারম্যান আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, বাহুবল বাজার মসজিদের ইমাম মুফতি মাওলানা তাজুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নিহার রঞ্জন দেব ও আনসার ভিডিপি ইন্সট্রাক্টর অসিম দেব প্রমুখ।
সভায় বাজার মূল্য নিয়ন্ত্রণ ছাড়াও বাহুবল বাজারের যানজট নিরসনে কার্যকর পদপে গ্রহণের উপরও আলোচনা অনুষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর