,

“নবীগঞ্জে শিশু বলৎকার এর ঘটনায় এলাকায় তোলপাড়” শিরোনামে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

গতকাল হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় “নবীগঞ্জে শিশু বলৎকার এর ঘটনায় এলাকায় তোলপাড়” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যাহা ষড়যন্ত্রমূলক এবং একটি কুচক্রিমহলের সাজানো নাঠক। আমি প্রতিবাদকারী মোঃ খউছর মিয়া (৭০) গ্রাম নিজ আগনা। আমার প্রবাসী ভাই ও ছেলে দেশে এসে গরীবদের সহযোগীতা করে আসছেন। এই নিয়ে কিছু লোক ফায়দা নেওয়ার জন্য বিভিন্ন রকম চেস্টা চালায়। সেই সুযোগ না পেয়ে আমার পরিবারের মান সম্মান নষ্ট করার জন্য এই মিথ্যা বানোয়াট সাজানো গল্প তৈরী করে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়। যাহা নিন্দনীয়।
প্রকৃত ঘটনা হল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামের সুমন ও আগনা গ্রামের দিলারা বেগমের ছেলে। সে দুপুর বেলায় খিরা ক্ষেতে গেলে তখন খিরা ক্ষেতে হোছট খেয়ে পড়ে যায়, তখন তাকে পড়ে যাওয়া অবস্থায় দেখে আমি তার কাছে গিয়ে বাড়িতে দিয়ে আসি। এতে কোন চিকিৎসার ও প্রয়োজন হয়নি। উক্ত ঘটনাকে একদল কুচক্রি মহল নিজ থেকে অপ্রপ্রচার করে পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে আমার পরিবারের সম্মান নষ্ঠ করার চেষ্টা চালায়। আমি এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
খউছর মিয়া, নিজ আগনা।


     এই বিভাগের আরো খবর