,

চুনারুঘাটে কয়েলের আগুনে ৩১টি পশু ও ঘর পুড়ে ছাই :: কৃষকের মাথায় হাত

ফারুক মাহমুদ, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউপি’র উত্তর বড়জুষ গ্রামের কাইয়ুম ড্রাইভারের গোয়াল ঘরে দেওয়া ধোয়ার আগুনে পুড়ে ৪টি গরু, ২৪টি হাঁস ও ৩টি ভেড়া সহ ৩১টি পশু এবং ১টি ঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার উত্তর বড়জুষ গ্রামের কাইয়ুম ড্রাইভার তার বাড়িতে আলাদা একটি গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য খড় দিয়ে ধোয়া দিয়ে গোয়ালঘর তালাবদ্ধ করে রেখে চলে যান। কিছুক্ষণের মধ্যেই উক্ত ধোয়া থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় তালাবদ্ধ গোয়ালঘরে থাকা ৩১টি প্রাণী সহ পাশে থাকা ১টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজন ঘটনাস্থলে এসে আপ্রাণ চেষ্টা করে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কাইয়ুম ড্রাইভারের ৪টি গরু, ২৪টি হাঁস ও ৩টি ভেড়া ও ১টি ঘর পুড়ে ছাই হয়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে।


     এই বিভাগের আরো খবর