,

বানিয়াচংয়ে এন্টিবায়োটিকের যোক্তিক ব্যবহার ও ঔষধের অনিয়ম রোধে সভা

স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে বিশ্ব ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস ও এলাকা এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার এবং ঔষধের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির আয়োজনে সমিতির সহসভাপতি মাসুদ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান কাজল ও এনাম হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা অফিসার পদ্মাসন সিংহ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন সিলেটের ড্রাগ সুপার মেহেদী হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, হবিগঞ্জ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ তালুকদার, সহ সভাপতি বাবু দিলিপ কুমার আচার্য্য বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ৩নং ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, পল্লী চিকিৎসক মোহাম্মদ রুকু মিয়া, আবু ইউসূফ, সঞ্জয় ভট্টাচার্য প্রমুখ। অতিথিবৃন্দ ভোক্তা অধিকার সংরক্ষণ দিবসের ব্যাখ্যা ও এন্টি বায়োটিকের সুফল ও কুফল এবং ঔষধের অনিয়ম তোলে ধরেন।


     এই বিভাগের আরো খবর