,

জেলা প্রশাসকের আদেশ অমান্য করে হাসপাতালের পাশে অতিরিক্ত অ্যাম্বুলেন্স পার্কিং

স্টাফ রিপোর্টার : সদর হাসপাতালের সামনে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সারিবদ্ধভাবে পার্র্কিং করে রাখা হচ্ছে অবৈধ অ্যাম্বুলেন্স। শুধু তাই নয়, এসব অ্যাম্বুলেন্স থাকার কারনে যানজট সৃষ্টি হচ্ছে। আবার তাদের চেঁচামেচির কারণে রোগীদেরও অসুবিধা হচ্ছে। সম্প্রতি স্বাস্থ্য বিভাগ অবৈধ অ্যাম্বুলেন্স হাসপাতাল থেকে বের করে দেন। এরপর তারা নানা অজুহাতে কর্মসূচি দেয়। এ সময় অনেক রোগীরা সময় মতো ঢাকা, সিলেট হাসপাতালে যেতে না পারায় মারা যায়। এ সব কর্মসূচিতে সফল না হলে জেলার শ্রমিকদের নিয়ে ধর্মঘটের ডাক দেয়া হয়। এক পর্যায়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করা হয়। সিদ্ধান্ত হয় হাসপাতালের ভেতর কোনো প্রাইভেট অ্যাম্বুলেন্স রাখা যাবে না। পাশাপাশি দুইটির বেশি অ্যাম্বুলেন্স হাসপাতালের পাশের রাস্তায় রাখা যাবে না। কিন্তু সরেজমিনে দেখা যায়, প্রায় ২০টিরও বেশি অ্যাম্বুলেন্স হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু করে পুরাতন খোয়াই নদীর সড়ক দিয়ে পার্কিং করে রাখা হয়েছে। তাছাড়া অ্যাম্বুলেন্স চালকরা মোবাইলে এবং লডু দিয়ে বাজি খেলা নিয়ে প্রায়ই মারামারি করছে। ভোক্তভোগীরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


     এই বিভাগের আরো খবর