,

চুনারুঘাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

চুনারুঘাট প্র্রতিনিধি : আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ৩টি ইউনিয়নের ৬০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে জেলার চুনারুঘাট উপজেলায় ৬ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে। বাকী সকল ইউনিয়নেই পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। উক্ত অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজ্বী মোঃ আব্দুল কাদির লস্কর। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, দেওরগাছ ইউপি চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার মোঃ সজীব হোসেন। এসময় অতিথিগণ ৩টি ইউনিয়ন পরিষদের কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ তুলে দেন। আউশ প্রণোদনা কার্যক্রম এর আওতায় প্রতি কৃষককে ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিনামূল্যে প্রদান করা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর