,

পিকআপ ভ্যান খাদে পড়ে মাধবপুরের ১৩ জন আহত

স্টাফ রিপোর্টার : কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ ১৩ জন ইটভাটা শ্রমিক আহত হয়েছে। গতকাল সোমবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার খাড়েরা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন- জেলার সদর উপজেলার করম আলী (৪৫), সরাইল উপজেলার মামুন (২২), লিটন (৪০), জামাল (৪০), নুর উদ্দিন (৬০), কামাল (৩৮), আনোয়ার হোসেন (৩৫), সাব্বির (২৫), নাসিরনগরের আজিজ ভুইয়া (৫৯), মাধবপুরের দেলোয়ার (১৯), রুবেল (৩৫), রাসেল (২০), ইউনুস (৩৮) ও চালক হাবিবুল্লাহ (৫৫)।
পুলিশ ও আহতরা জানান, সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার চয়নিকা ব্রিক ফিল্ডের ৩০ জন শ্রমিক দুটি পিকআপে করে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের মাধবপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথেমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা নামকস্থানে একটি পিকআপ ভ্যান অপর পিকআপ ভ্যানটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালকসহ ১৩ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতাবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।


     এই বিভাগের আরো খবর