,

Exif_JPEG_420

শহরের বিভিন্ন পয়েন্টে টমটম চালকদের সাথে যাত্রীদের হাতাহাতি :: আহত ১০ :: উঠানামা ৫ টাকার দাবিতে ঘটছে এমন ঘটনা :; দায়ভার কে নিবে?

স্টাফ রিপোর্টার : শহরের বিভিন্ন পয়েন্টে ৫ টাকা টমটম ভাড়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। এর মাঝে দুইজন শিক্ষার্থীও রয়েছে। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
গত ৩১ মার্চ থেকে শহরে টমটম ভাড়া উঠানামা ৫ টাকার স্থলে ১০ টাকা নেয়া হচ্ছে। যা সাধারন যাত্রীরা বয়কট করেছেন। বেশিরভাগ শহরবাসী এখন টমটমে আগের মতো উঠছেন না। তবে যারাই চলাচল করছেন তাদের কাছে চালকরা ১০ টাকা করে দাবি করছে। দিতে না চাইলে লাঞ্চিত হতে হচ্ছে।
গতকাল সোমাবর দিনভর ২নং পুল থেকে দুই যাত্রী উঠে শায়েস্তানগরে নামলে চালক ২০ টাকা দাবি করে। এতে যাত্রীরা দিতে অনিহা প্রকাশ করলে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে চালকের পক্ষ নিয়ে অন্য চালকরাও বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। এ সময় যাত্রীদের পক্ষে সাধারন মানুষ এগিয়ে এলে চালক গাড়ি নিয়ে চলে যায়। এরকম ঘটনা থানার মোড়, বেবিষ্ট্যান্ড, সবুজবাগ, ৩ কোনা পুকুর পাড়, বদিউজ্জামান খানসহ বিভিন্ন পয়েন্টে ঘটেছে। বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সচেতন মহল মনে করছেন, ইতোপূর্বের মতো টমটমের ৫ টাকা ভাড়া নিয়ে শহরে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই অনতিবিলম্বে বিষয়টি সমাধানের দাবি জানান তারা।
অধিকাংশ টমটম চালকও উঠানামার ভাড়া ১০ টাকার বিপক্ষে থাকলেও রহস্যজনক কারণে একটি মহল তা বাড়িয়ে দিয়েছে বলে জানান। এদিকে যাত্রী কল্যাণ সমিতির সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েল জানান, জেলা প্রশাসকের বরাবরে টমটম ভাড়া ৫ টাকা বহালসহ বিভিন্ন দাবিতে লিখিত স্মারকলিপি দেয়া হয়েছে। জেলা প্রশাসকের আশ^াসে রমজান পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে। এরপরও টমটম চালকদের হাতে বিভিন্ন স্থানে অনেক যাত্রী লাঞ্চিতের ঘটনা ঘটছে। যা আমরা তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে তিনি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।


     এই বিভাগের আরো খবর