,

নবীগঞ্জে সাবেক ইউ/পি সদস্য দুলালের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও ফিশারী দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের মৃত সুলেমান মিয়ার পুত্র সাবেক ইউপি মেম্বার দুলাল মিয়া, মৃত মনা মিয়ার পুত্র মনফর গং ১০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও মালিকানাধীন ফিশারী দখলের অভিযোগে থানায় মামলা হয়েছে। সাবেক মেম্বার দুলাল মিয়ার সহোদর হেলাল মিয়া বাদী হয়ে গত রবিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আলোচিত ঘটনা নবীগঞ্জ থানা পুলিশ সংশ্লিষ্ট কর্মকর্তাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগ সূত্রে প্রকাশ, মালিকানাধীন ফিশারী নিয়ে পারকুল গ্রামের মৃত সুলেমান মিয়ার পুত্র হেলাল মিয়ার সাথে সহোদর দুলাল মিয়ার বিরোধ চলে আসছে। এরই জের হিসেবে গত রবিবার বিকেলে দুলাল মেম্বার ও মনফরের নেতৃত্বে ১০/১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই ফিশারীতে গিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এসময় অল্পের জন্যে হেলাল মিয়া প্রাণে বেঁচে যান। তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত হেলাল মিয়াকে লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনায় জড়িত সাবেক ইউ/পি মেম্বার দুলাল মিয়া, রাহিম মিয়া, মনফর, লায়েক মিয়া, তারেক মিয়া, লোকমান মিয়া, শ্যামলী আক্তার, ফয়সাল মিয়া, রাব্বি মিয়া ও লাদেন মিয়াকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। এসআই গৌতম মামলা তদন্তে নিয়োজিত রয়েছেন। সংঘর্ষের পর থেকে হেলাল মিয়ার ফিশারী তালাবদ্ধ করে রাখে দুলাল মেম্বার। আহত হেলাল মিয়া সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।


     এই বিভাগের আরো খবর