,

চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে আইন শৃংখলা ও বিট পুলিশিং সভা

চুনারুঘাট প্রতিনিধি : “পুলিশ‘ই জনতা-জনতাই পুলিশ” এ শ্লোগানকে ধারন করে চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে আইনশৃংখলা রক্ষা, সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে আইন শৃংখলা ও ইউনিয়ন বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ ছমির হোসেন সামীর পরিচালনায় ও আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি তদন্ত মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন আমুরোড হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, এসআই সঞ্জিত চন্দ্র দাশ, এ.এস.আই আব্দুর রহিম মিয়া, ইউপি সদস্য মোঃ মাসুক ভূইয়া, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট ইয়াকুত মিয়া, শফিকুল ইসলাম তালুকদার দুলাল, আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সাবেক আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্বাস মিয়া, মোঃ আফজল মিয়া, শামীম মিয়া ও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ সহ স্থানীয়রা। চুনারুঘাট উপজেলাকে সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, জঙ্গি ও বাল্যবিবাহ মুক্ত করাসহ আইনশৃংখলা রায় পুলিশকে সহযোগিতা করতে জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন সভার প্রধান অতিথি ওসি তদন্ত মোহাম্মদ গোলাম মোস্তফা।


     এই বিভাগের আরো খবর