,

জেলার বিভিন্ন বাজারে মোরগ ও গরুর মাংসের দাম বৃদ্ধি :: মনিটরিংয়ের দাবী

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার বিভিন্ন বাজারে মোরগ ও গরুর মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। ক্রেতাদের অভিযোগ সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূলে বিক্রি করা হচ্ছে। মাঝেমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও এদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শায়েস্তানগর, চৌধুরী বাজার, চাষী বাজার, বগলা বাজার, শায়েস্তাগঞ্জের দাউদ নগর বাজার, ড্রাইভার বাজার, পুরান বাজারসহ বিভিন্ন বাজারে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা বিক্রির কথা থাকলেও ৭ শ থেকে সাড়ে ৭৫০ টাকা আদায় করছেন। এছাড়াও সাদা পোল্টি মোরগ ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি করার কথা থাকলেও তারা ২২০ থেকে ২৬০ টাকা করে বিক্রি করছে। এর মধ্যে সোনালী কক কেজিতে নির্ধারিত মূল্যের চেয়ে ৫০ টাকা করে বেশি আদায় করছে। অনেক ক্রেতারা জানান, বাজারে যাওয়ার পর এসব দাম শুণতে মাথায় হাত পরে যায়। বিক্রেতাদের দাবী সরকারের নির্ধারিত মূল্য দিয়েছে ঠিকই কিন্ত পাইকাররা তাদের কাছ থেকে অতিরিক্ত দাম রাখে। যার কারণে তারা চড়া দামে বিক্রি করে।


     এই বিভাগের আরো খবর