,

Exif_JPEG_420

হবিগঞ্জে হঠাৎ ভ্যাপসা গরম পড়ায় জনজীবন বিপর্যস্ত :: হাসপাতালে ওষুধ না দেয়ার অভিযোগ রোগীদের

জুয়েল চৌধুরী : হঠাৎ করে ভ্যাপসা গরম পড়ায় হবিগঞ্জের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। অনেক রোজদার গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে রিক্সা ও ভ্যান চালক রোজদাররা পড়েছেন বিপাকে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকজন রোগী ডাইরিয়া, আমাশয়সহ গরম জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসকরা রোগীদের সেবা দিতে হিমশিম খেতে দেখো গেছে। তবে রোগীদের অভিযোগ একমাত্র খাবার স্যালাইন ছাড়া বাকি সবগুলো ঔষুধ ই বাহির থেকে কিনে আনতে হয়। অথচ পর্যাপ্ত পরিমান ঔষধ হাসপাতালে রয়েছে। যেমন এন্টিবাইটিক ট্যাবলেট, ইনজেকশন, পুষকৃত স্যালাইন ও গ্যাস টিকের ঔষধ। কিন্তু এগুলো জরুরি বিভাগ কিংবা ওয়ার্ড থেকে দেয়া হয় না। ওষুধ চাইলে তারা বলেন, শেষ হয়ে গেছে। অথচ টাকা দিলে এ ওষুধই হাসপাতালে পাওয়া যায়। গতকাল সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়।


     এই বিভাগের আরো খবর