,

৫ দফা দাবিতে রাষ্ট্রপতির কাছে বাসদ’র স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তি : আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করা, মত প্রকাশের স্বাধীনতা হরণকারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ২০ হাজার টাকা, কৃষকদের কাছ থেকে সরাসরি খাদ্যশস্য ক্রয় করা, সবার জন্য সরকারিভাবে শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ডিসি অফিসের সামনে সমাবেশ করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার প্রধান সংগঠক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলার নেতা শংকর শূক্ল বৈদ্যের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেত-মজুর ও কৃষক সংগঠন, হবিগঞ্জ জেলার নেতা জাফর আলী, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার নেতা শামসুর রহমান, শ্রমিক নেতা আরব আলী, ইসমাইল হোসেন মিন্টু, রইস আলী, আছকির মিয়া, কামাল মিয়া প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, ভোট, ভাত ও মত প্রকাশের অধিকার পুনরুদ্ধার ও রক্ষার জন্য গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামিলীগ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। একই সাথে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বর্তমান পুঁজিবাদী শাসক গোষ্ঠীর বিপরীতে জনগণের গণআন্দোলনের শক্তি ধারণ করে বাম গনতান্ত্রিক শক্তি। তাই বাম গনতান্ত্রিক শক্তির নেতৃত্ব ভোট, ভাত ও মত প্রকাশের অধিকারের আন্দোলন গড়ে তুলতে হবে।


     এই বিভাগের আরো খবর