,

চুনারুঘাটে মামলা তুলে নিতে বাদীকে হুমকি দামকী ও থানায় অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি, দামকী ও আক্রমণের ঘটনায় থানায় অভিযোগ করেছেন বাদী মোঃ আব্দুল গফুর। উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাঁও গ্রামের মৃত আছমত উল্লার পুত্র মোঃ আব্দুল গফুর ও পাশের বাড়ির মৃত ফোরকান উল্লার পুত্র আঃ রশিদ গংদের মাঝে দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা নিয়া বিরোধ ও মনোমালিন্য চলে আসছিল। আঃ রশিদ গংরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আঃ গফুরের বাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার বিষয়ে আঃ গফুর বাদী হয়ে আঃ রশিদ গংদের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১০৭ ধারায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়েরের পর মামলা তুলে নেয়ার জন্য আঃ রশিদ গংরা বাদী আঃ গফুরকে প্রাণনাশের হুমকি-ধামকি সহ ভয়ভীতি প্রদর্শন করে আসছে। গতকাল শুক্রবার দুপুরে আঃ গফুর জুম্মার নামাজ পড়তে গ্রামের মসজিদে যাওয়ার পথে বিবাদী আঃ রশিদ গংরা ক্ষিপ্ত হয়ে বাদী আব্দুল গফুরকে চলাচলের রাস্তায় বাধা প্রদান করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার উপর হামলা করে। এসময় আব্দুল গফুরের শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে বিবাদীদের কবল থেকে আঃ গফুর উদ্ধার করেন। তখন বিবাদী আঃ রশিদ গংরা পালিয়ে যায়। এ ঘটনায় আঃ গফুর বাদী হয়ে পনারগাও গ্রামের মৃত ফোরকান উল্লার পুত্র আঃ রশিদ ও তার পুত্র মাসুক আলী ও কয়েছ মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর চুনারুঘাট থানার এএসআই (নিঃ) মোঃ মহসিন কবির সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্র্শন করে।


     এই বিভাগের আরো খবর