,

নবীগঞ্জে আঃ আলীর বসতবাড়ি দখলের চেষ্টা ও হত্যার হুমকি থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জিহাদীপুর গ্রামে মোঃ আব্দুল আলী বাড়িতে হামলা ও প্রাণে হত্যার হুমকি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মোঃ আব্দুল আলী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগ-৫ নবীগঞ্জ, আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, একদললোক, প্রতিনিয়ত মারামারিসহ বিভিন্ন কর্মকান্ড চালিয়ে আসছে। তাদের নির্যাতনের মোঃ আব্দুল আলী ঠিকমতো চলাফেরা করতে পারছে না। মোঃ আব্দুল আলী অভিযোগ করেন বলেন আউশকান্দি ইউনিয়নের জিয়াদিপুর গ্রামের মৃত-আলাউদ্দিন ছেলে ইকবাল হোসেন (৪০) সাধারণ মানুষকে অত্যাচার করে আসছে। নবীগঞ্জ থানার জিয়াদিপুর মৌজার জে,এলনং এস.এ ১১৮, আর.এস১২১ খতিয়ান নং এস.এ ৩৯৭ আর.এস ২০৮ ও ১৫৭ দাগ নং এস.এ ৭৫৪ আর.এস ৫৮৫ ও ৫৯৯, মোয়াজি ১৮ শতক বাড়ি চারা রকম ভূমি মামলা ২০০৭ নং আসামি গন জোর বলে দখল করিয়া নিতে চাইলে আমি প্রথম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা বিধান মতে মতে দং ৬৯৭/২০২২ (নবী) মামলা দায়ের করি। বিগত ০৪/০৪/২০২৩ইং তারিখে বিজ্ঞ আদালত তফসিল ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য অফিসার ইনচার্জ নবীগঞ্জ থানাকে নিদেশ দেন। কিন্তু বিজ্ঞ আদালতের উক্ত আদেশ অমান্য করিয়া ইকবাল হোসেন ও তার লোকজন জোর পূবক প্রবেশ করিয়া আমার পাকা বাউন্ডারি দেওয়াল নিমার্ণ করিবার চেষ্টা করিলে আমি ৯৯৯ এ কল দেওয়ার পর নবীগঞ্জ থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এসে এই কাজ বন্ধ করে দিয়ে যায়। এর পরও তারা আদালতে আদেশ অমান্য করিয়া গত ২৮/০৩/২০২৩ইং তারিখে রোজ মঙ্গলবার বিকেলে ইকবাল হোসেন ও তার লোকজন দা, সুলফি, লাঠি, লোহার রড, বড় হাতুড়ি দিয়ে সম্পুর্ন অন্যায় ভাবে বসত বাড়তে এসে (এস,এ৭৫৪ দাগের ভূমিতে প্রবেশ করিয়া উক্ত ভূমির উত্তর দিকে প্রায় ৯ শতক ভূমি জোর পূবক দখল করে বাউন্ডারি দেওয়াল নিমার্ণের জন্য মাটিতে গত করিয়া পিলার গাতিবার চেষ্টা করলে আমি আমার বসত বাড়ীর কোনো ধরনের কার্য না করার জন্য নিষেধ করি। সাথে সাথেই ইকবাল হোসেন ও তার লোকজন আমাকে প্রানে মারার হুমকি দেন।


     এই বিভাগের আরো খবর