,

‘দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে বিএনপি সরকারের বিকল্প নেই’- বিএনপির অবস্থান কর্মসূচীতে গউছ

স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগের দুঃশাসনে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি গতকাল শনিবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দ্রব্যমূল্য সহ জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচী পালন করে বিএনপি।
সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম মতিন, আজম উদ্দিন ও এড. আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, এড. মইনুল হোসেন দুলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, এডভোকেট খন্দকার শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, যুগ্ম সাধারণ সম্পাদক এড. গুলজার খান, নজরুল ইসলাম কাওছার, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, বিএনপি নেতা লিটন আহমেদ, কাজী শামছু মিয়া, মতিউর রহমান, এস এম মানিক, মশিউর রহমান কামাল, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নুরজাহান বেগম, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, এড. আব্দুল কাইয়ুম, সৈয়দ আজহারুল হক বাকু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহবুব, সাইফুল ইসলাম রকি, আব্দুল মোতালিব মহসিন, নাজমুল হাসান অনি, রুহুল আমিন, আল আমিন, হাজী জুলমত, শাহীনুর রহমান শাহিন, আব্দুর রাজ্জাক, ফারুক আহমেদ, আব্দুস সোবহান, হাজী আব্দুল মতিন, হাফেজ ওসমান গনি, ফরিদ মিয়া, হাফিজ খান, মস্তফা মিয়া, শিপন আহমেদ আছকির, মমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুল জব্বার, জিল্লুর রহমান জিলু, ইদ্রিস আলী, শাহিন মিয়া, জামাল মেম্বার, আব্দুল কাদির, হোসেন মোবারক, শাহজাহান, কামরুল হাসান জুনু, কামরুল হাসান রুবেল, জুমন মিয়া, মাসুক মিয়া, দুলাল মিয়া, আব্দুল আহাদ, আলাউদ্দিন, কদর আলী, গহর আলী, কাছম আলী, মাসুক ভান্ডারী প্রমুখ।


     এই বিভাগের আরো খবর