,

নবীগঞ্জের পারকুল গ্রামের তেরা মিয়ার বিরুদ্ধে স্বার জালিয়াতির অভিযোগে আদালতে মামলা

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের মৃত তৈয়ব উল্লার পুত্র তেরা মিয়ার (৬০) বিরুদ্ধে স্বাক্ষীর স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ওয়ারিশান সনদ তৈরি এবং টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ৫ এপ্রিল হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই গ্রামের মোঃ মোশাহিদ মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক সিআইডিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলা সূত্রে প্রকাশ, ২০১১ সালের ৫ মে এবং ২০১২ সালের ২৯ জানুয়ারি জুডিশিয়াল ষ্ট্যাম্পে পৃথক দুটো না-দাবিনামা তৈরি করেন। দুটো না-দাবিনামাতে একই ব্যক্তি হিসেবে স্বাক্ষীর স্বারে মোঃ মোশাহিদ মিয়ার নাম ভিন্ন ভাবে উপস্থাপন করে জালিয়াতির আশ্রয় নেন প্রতারক তেরা মিয়া। প্রতারণার আশ্রয় নিয়ে ওয়ারিশান সনদ তৈরি এবং না-দাবিনামার মাধ্যমে আপন ভাতিজির টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত সিআর ৪৭৯/২১ নং মামলায় স্বাক্ষী হিসেবে মোঃ মোশাহিদ মিয়ার নামে ওয়ারেন্ট ইস্যু হলে এলাকায় তোলপাড় তৈরি হয়। গত ২ ফেব্রুয়ারি আদালত থেকে জামিন নিয়ে তেরা মিয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। এছাড়াও এনিয়ে ১৯ ফেব্রুয়ারি একটি এফিডেভিট (নং ১৫২৯) সম্পন্ন করেন।


     এই বিভাগের আরো খবর