,

শায়েস্তাগঞ্জে বিধবা নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে পিটিয়ে আহত :: কাউন্সিলর জলিলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুল সুনামে বিধবা নারীর ওপর হামলা করেছে কাউন্সিলর ও তার লোকজন। ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে ও তার পরিবারকে পিটিয়ে আহত করা হয়েছে। গত রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিতা নারী লাইলী আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মৃত আব্দুন নুরের পুত্র ২নং ওয়ার্ড মেম্বার আব্দুল জলিলসহ ৫ জনকে আসামি করে ধর্ষণ চেষ্টা ও লুটপাটের মামলা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, লাইলী আক্তারের স্বামী সপ্তাহখানে আগে মারা যান। এ সুযোগে জলিলের কুনজর পড়ে তার ওপর। প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতো। এতে রাজি না হলে গত ৯ এপ্রিল দুপুরে জলিল মিয়া, কামাল মিয়ার পুত্র রনি, খেলু মিয়া, আরফান আলীর পুত্র কাওসার, মৃত ওয়াহিদ মিয়ার পুত্র সেলিম মিয়া ওই বাড়িতে গিয়ে হামলা ভাংচুর লুটপাট চালায়। সুযোগ বুঝে জলিল লাইলীকে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে তাকে ও মেয়ে রত্না আক্তার, দুই বছরের শিশু লিমা আক্তার এবং পুত্র লিটন মিয়াকে পিটিয়ে আহত করে মালামাল ও টাকা লুট করে নিয়ে যায়। লোকজন এসে পরিস্থিতি শান্ত করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল সোমবার আদালতে মামলা করলে বিচারক আমলে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেন।


     এই বিভাগের আরো খবর